Breaking News

টাইব্রেকারে স্পেনকে বাড়ি পাঠিয়ে মরক্কোর ইতিহাস

নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হওয়া স্পেন-মরক্কো লড়াইয়ে তখন অতিরিক্ত সময়ও শেষ হওয়ার পথে। ম্যাচ টাইব্রেকারে যাওয়ার আগেই শেষ করতে স্পেন কোচ এনরিকে মাঠ থেকে ক্লান্ত ফুটবলার উঠিয়ে নামালেন সতেজ ফরোয়ার্ড পাবলো সার্বিয়াকে।নেমেই তিনি স্পেনকে প্রায় জয় এনে দিয়েছিলেন।অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে তার নেওয়া জোরালো  শট পোস্টে লেগে ফিরে আসে।সেই শট আর ইঞ্চি এদিক-ওদিক হলেই কোয়ার্টার ফাইনালে চলে যেত পারত ‘১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা!
 
সেটি হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।স্পেনের হয়ে প্রথম শট নিতে এলেন সেই সার্বিয়াই। মাঠে উপস্থিত হাজারো স্পেন সমর্থককে স্তব্ধ করে সেই শটও ফিরে এল গোলপোস্টে লেগে।পরের দুই শটেও আর মরক্কোর গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি স্পেনের খেলোয়াড়রা। উল্টো স্পেনকে পুরো ১২০ মিনিট ঠেকিয়ে রাখা মরোক্কো প্রথম চারশটের তিনটিই জালে জড়িয়ে লিখে ফেলে নতুন ইতিহাস।টাইব্রেকারে ৩-০ ব্যবধানে  সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে কাতার বিশ্বকাপের স্বপ্নযাত্রা অব্যহত রাখল আফ্রিকান দেশটি। ফুটবল বিশ্বকাপে এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে মরোক্কো। 
 
বিস্তারিত আসছে…..

Check Also

বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: মেসির মা

স্পোর্টস আপডেট ডেস্ক: আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা …

One comment

  1. এপ্রিল ফুলের প্রতিশোধ নিয়েছে মরক্কো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *