Breaking News

সরকারের পতন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না: রাজশাহীতে গয়েশ্বর

বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এই আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন। সরকারের পতন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না।
শনিবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। নগরীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে এই সমাবেশ হয়। এর আগে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।

মিছিল পরবর্তী সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সরকার দেশকে আবার তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সুইস ব্যাংকে রেখেছে। বিদেশে বাড়ি-গাড়ি সব করে নিয়েছে। সময় এলে এই সবকিছুর হিসাব করা হবে।’

তিনি বলেন, ‘এই সরকার পৃথিবীর সব স্বৈরাচার সরকারকে হার মানিয়েছে। বিএনপি এবার গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ও এই সরকারের নির্যাতনের কবল থেকে মানুষকে রক্ষা করতে আন্দোলন করছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ আরও অনেকেই।

Check Also

সারা দেশে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশের …