Breaking News

ধরা খেয়ে সচিব বললেন আমি স্যামসাং ব্যবহার করি, স্ক্রিনশট গেছে আইফোনের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সিনিয়র সচিব বলেন, আমি স্যামসাং ব্যবহার করি। আর তারা যেই স্ক্রিনশট দিয়েছে, সেটি হলো আইফোনের।

বেসামরিক প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেস উর রহমান প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বলেছেন, ‘ইটস এ ফেক নিউজ।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব দাবি করেন।

সিনিয়র সচিব আরও বলেন, ‘আমার মোবাইল হল স্যামসাং। তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কি দেখাল ওনাদের জিজ্ঞেস করবেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না।’

প্রসঙ্গত, সম্প্রতি একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, মোখলেস এবং জিয়াউদ্দিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বেশ কিছু পরিকল্পনা হয়। তারা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ডিসি হিসেবে নিয়োগ দিতে পরামর্শ দেন এবং সেই নিয়োগের জন্য আর্থিক সুবিধা নেওয়া হয়।

উল্লেখ্য, এই কেলেঙ্কারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়।

Check Also

কনডম দিয়ে সাজসজ্জা: ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা সিনিয়র স্টাফের

বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালে সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় কনডম ব্যবহারের ঘটনায় তদন্ত কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *