Breaking News

মেসির জন্ম আসামে!

মানুষ খ্যাতিমান হয়ে উঠলে সবাই তার সাথে সম্পর্কের সূত্র খুঁজে বেড়ায়। কিন্তু ভারতের কংগ্রেস দলীয় বিধায়ক সদ্য বিশ্বকাপ জেতা লিওনেল মেসি সম্পর্কে এমন দাবি করেছেন, যাতে সেখানকার মানুষরাই বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছেন। ওই বিধায়ক দাবি করছেন, মেসির জন্ম ভারতের আসামে।

জানা গেছে, প্রায় তিন যুগ পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা ও মেসির প্রতি শুভেচ্ছা জানানোর ধূম পড়েছে। ভারতেও লেগেছে তার জের। তেমনই এক শুভেচ্ছাবার্তা পাঠাতে গিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস দলীয় বিধায়ক আব্দুল খালেক। টুইটে তিনি দাবি করে বসেন, মেসির জন্ম আসামে!

আসামের বরপেটা কেন্দ্রের বিধায়ক মেসিকে অভিনন্দন জানিয়ে লেখেন, আমরা তোমার আসাম-যোগের জন্য গর্বিত। পরে এক টুইটার ইউজার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, ওই বিধায়ক জবাব দেন, মেসির জন্ম এই আসামেই।

টুইটটি প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই শুরু হয়ে যায়। অবস্থা বেগতিক বুঝতে পেরে ওই টুইট ডিলিট করে দেন বিধায়ক। কিন্তু তাতে বিতর্ক ঢাকা পড়েনি। বরং এই টুইট নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়। একজন ঠাট্টা করে লেখেন, হ্যাঁ, তার জন্ম আসামে আর সে আমার সহপাঠী ছিল। আর এক ইউজার লেখেন, বিশ্বকাপের পর মেসি ও তার স্ত্রী আসামে এসে ঘুরে গেছেন।

Check Also

যে কারণে ফিফা প্রেসিডেন্টকে জুতা উপহার দিলেন নোরা

ফাইনালের অনেক আগেই কাতার পৌঁছেছেন নোরা। গতকাল শনিবার তিনি সাক্ষাৎ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *