সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দল ছাড়লেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি দেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু লেখেন, আমি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সাজু সভাপতি, সখিপুর উপজেলা বিএনপি। সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি। সাবেক চেয়ারম্যান ১ নম্বর কাকড়াজান ইউনিয়ন পরিষদ। আমি শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আজ থেকে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।
আগামী দুই/তিনদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে নিজেকে সব পদ-পদবি থেকে সরিয়ে নেবো। বিএনপি পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান সাজু বলেন, মামলা-হামলার ভয় আমি কোনোদিনই করিনি। এখনো করি না। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই/তিনদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিএনপির সব পদ-পদবি থেকে নিজেকে সরিয়ে নেবো।
এদিকে, পদত্যাগের বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সাজুর পদত্যাগের বিষয়ে এখনি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। দ্রুতই সমস্যার সমাধান হবে।
Good khub Valo kaj korechen
Good khub Valo kaj korechen
Sala khub soytan
Sala khub soytan
পাগল
পাগল
নেতার সৎ সাহস ছিলো না
নেতার সৎ সাহস ছিলো না
Gandu
Gandu
দেখে মনে হচ্ছে লোকটা একটা পাক্কা মোনাফেক ওকে আওয়ামী লিগও বিশ্বাস করবে না
দেখে মনে হচ্ছে লোকটা একটা পাক্কা মোনাফেক ওকে আওয়ামী লিগও বিশ্বাস করবে না
দুধ দিয়ে গোছল করার দরকার নাই নি
দুধ দিয়ে গোছল করার দরকার নাই নি
ত্রই সালা হল কা পুরুশ মহিলা ও না
ত্রই সালা হল কা পুরুশ মহিলা ও না