ইসরাইলের সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা দায়ের করা হয় বলে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে।
টুইটার বার্তায় আলজাজিরা বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় তাদের টেলিভিশন নিউজ নেটওয়ার্কের আইনি দলের তদন্তের পর মামলাটি করা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ দাখিল করেছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক।
চলতি বছরের ১১ মে জেনিনে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলেহ ও অন্যান্য সাংবাদিকরা।
এ সময় শিরিনের মুখে এসে আঘাত করে একটি বুলেট। সেই একটি বুলেটের আঘাতেই মৃত্যু হয় তার।
শিরিন ১৯৯৭ সাল থেকে আল জাজিরার হয়ে কাজ করেছিলেন। তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিগ্রহের বিষয়টি। শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখা জ্যাকেট পরে ছিলেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ছয় মাস ধরে অনুসন্ধান চালিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান, ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের নতুন আলামত নিয়ে তৈরি একটি তথ্যপঞ্জি আইসিসির কাছে দাখিল করেছে আলজাজিরা।
আলজাজিরার আইনজীবী রডনি ডিক্সন কেসি বলেন, ‘আবু আকলেহ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ হত্যাকাণ্ড ব্যাপক পরিকল্পনার অংশ। হত্যার ঘটনায় দায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতের তদন্ত করা উচিত।’
V v good
V v good
Yes
Yes
গুড কাজ
গুড কাজ
Good
Good
Good decision
Good decision
good
good
Al Jazeera Zindabad
Al Jazeera Zindabad
কেনো ইজরায়েল কে চোখে পড়ে না
কেনো ইজরায়েল কে চোখে পড়ে না
গুড
গুড
thanks
thanks
ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই
ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই
আলহামদুলিল্লাহ, মানবতার ও ইসলামের জয় হবে ই ইনশাআল্লাহ ।
আলহামদুলিল্লাহ, মানবতার ও ইসলামের জয় হবে ই ইনশাআল্লাহ ।
আমিন
আমিন
Alhamdulilha
Alhamdulilha
Israel oti drotto dongso Hobe insallah
Israel oti drotto dongso Hobe insallah
Congratulations
Congratulations
আলহামদুলিল্লাহ খুব সুন্দর
আলহামদুলিল্লাহ খুব সুন্দর
ইসলামের জয় হোক।
ইসলামের জয় হোক।
Good decision
Good decision
H Abdul Awal ইনশাআল্লাহ।
H Abdul Awal ইনশাআল্লাহ।
ইজরায়েল এবং ইয়াহুদী জাতি একটি বর্বর জাতি। যাদের ইতিহাস অত্যন্ত নেক কার জনক। তারা গোটা মানব জাতির জন্য হুমকি স্বরুপ।
ইজরায়েল এবং ইয়াহুদী জাতি একটি বর্বর জাতি। যাদের ইতিহাস অত্যন্ত নেক কার জনক। তারা গোটা মানব জাতির জন্য হুমকি স্বরুপ।