Breaking News

ইউটিউবার পরিচয়ের সুযোগ নিয়ে ও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে সালমান মুক্তাদির

এবার দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই তরুণী। তাদের অভিযোগ, অভিনয়ের সুযোগসহ নানা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন তিনি। পরে আর যোগাযোগ রাখেন না এই তারকা। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী সালমানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘সালমানের সঙ্গে সম্পর্কের এক পর্যায়ে একটা সময় সিরিয়াস হয়ে যাই। শারীরিক সম্পর্কে জড়াই। যখন আমি সিরিয়াস তখন সালমান রিলেশনটাকে ইগনোর করছে। অস্বীকার করছে।’ শুধু তাই নয়, টাকার জন্য অনেক বিবাহিতা তরুণীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন সালমান।

ভুক্তভোগী আরেক তরুণী বলেন, ‘ও (সালমান) আমি বিবাহিত, তারপরও আমার সঙ্গে রিলেশনে জড়ায়। ও মূলত বড়লোক টাকাওয়ালা মেয়েদের টার্গেট করে। এখন বর্তমানে ও যার সঙ্গে রিলেশনে আছে, সেও বড়লোকের মেয়ে। ইউটিউবার পরিচয়ের সুযোগ নিয়ে ও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে।’

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সালমান। তিনি জানালেন, অভিযোগ গুলোর কোনো সত্যতা নেই। খোঁচানোর মানসিকতা থেকে এগুলো করা হচ্ছে। এদিকে সালমানের বিরুদ্ধে কোনো তরুণী প্রতারণার অভিযোগ আনলে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) এন কে নিয়তি।

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

42 comments

  1. প্লেবয় গুলারেই মেয়েরা বেশি পছন্দ করে, ওর কি দোষ 😁

  2. দোষ ওর না দোষ হচ্ছে ওই সব মেয়েদের যারা কিনা ভাইরাল হওয়ার জন্য সবার সামনে ল্যাংটা হয়ে যায়😡😡

  3. পান্না মোল্লা

    EU Tube দেশে নিষিদ্দ করার দাবি
    করছি!

  4. টাকা আর মিডিয়ার পোলাপাইন পাইলে নারীদের মাথা ঠিক থাকে না। পারে আর না পারে নিজেকে বিলিয়ে দেয়। তোমাদের মনে রাখা উচিত তোমার চোখে যাকে ভালো লাগে, তোমার মতো অন্যদেরও ভালো লাগে।

  5. কামডা করলো কি

  6. যে দেশে যেটা খায় ….

  7. শূন্য সবুজ

    সালারে ভালো করে বাটাম দেয়

  8. কেউ বলল আমি আপনাকে এক কোটি টাকা দিবো ( তখন দিবেন না পরে দিবেন ) বিনিময়ে আপনাকে আমার কাছে সমর্পণ করতে হবে । আপনি কি রাজি হবেন ? ধরুন আপনি রাজি হলেন এবং সমর্পণ করলেন । কিন্তু তিনি তাঁর কথা রাখলেন না মানে টাকা দিলেন না । সেক্ষেত্রে আইনত ঐ ব্যক্তি ধর্ষক নাকি প্রতারক ? আর এতে কি আপনার কোন দায় নেই ?

  9. হেতের মা যৌন কর্মী

  10. এই ছেলে টা হাই লেভেলের বেয়াদব

  11. লোভে যা হয়।

  12. Salman Mohammad Muqtadir kire halar po hala

  13. যারা তার সাথে পরিচয় হয়েছে তাদের উভয়কে কুত্তার থেকে দুই বাড়ি বেশি দেওয়া হোক 🥢👿🥢🥢

  14. মেয়েদের চুলকানি বেশিতাই যায়, ছেলেরা ঘর থে‌কে বাহির হইলে হয় বাদশা মেয়েরা ঘর থেকে বাহির হইলে হয় বেশ্যা

  15. ক্ষনিকের মুসাফির

    ওরে ডীম থেরাপি দেওয়া র জোর দাবি জানাচ্ছি

  16. চু ভাই

  17. গরব ডিম দেয়া উচিত এসব কুলাঙ্গারগুলাকে।এই শ্রেণির কতিপয় আগাছা জন্মাইছে তথাকথিত মিডিয়া নামক পাপের সাম্রাজ্যে।

  18. good job

  19. এরা উন্নত জাতের প্রাণী,

  20. The worst boy

  21. এরে সিস্টেম করতে পারলে পুলিশ অনেক ধন্যবাদ পাবে।এই ব্যাটা লুচু,বিশ্ববেয়াদব।

  22. বিচির উপর ইট দিয়ে মার ওকে রিমান্ডে

  23. নায়িকা হতে হলে এই কাজ করতেই হয়, সব মেয়েরাই জানে, জায়গাটাই পতিতাদের জন্য,তাহলে সালমানের দোষ দিয়ে লাভ কি???

  24. মেয়ে ভালো হলে তার সাথে আকাম করতো না, এখন সুদু ছেলের দোষ দিলে হবেনা, মেয়ের ও সমান ভাবে অপরাধ আছে।

  25. Sk Mehrabul Islam Mehrab

    দেরি করে হলেও প্রশাসন সঠিক উদ্যোগ নিয়েছে

  26. Md Abdul Momin Islam

    উনি কি জোর করে করে করছে।মেয়েরা যাচ্ছে কেনো।

  27. Salman Muktadir

  28. এই শালারে অনেক আগেই ধরার উচিৎ ছিল।

  29. ওর দোষ কি? ওর কাছে যাঁরা গেছে তারা চুলকানি রোগে আক্রান্ত

  30. ader jonnoy desh ta aro dhongsho hoia gelo

  31. ভালো মেয়েদের নস্ট করে নাই রে পাগল..

  32. মুক্তাদিরের চেহারায় বুঝা যায় সে একটা বদমাশ।

  33. মোঃ সাজেদুর রহমান মারুফ

    সমাজ কোথায় চলে গেছে?

  34. Mohashin Tareque Khan

    সর্বকালের সেরা ডিম থেরাপী ওকে দেয়া দরকার।

  35. Mashrafi Al Mashrur

    টাকা আর চেহারা ভালো হলেও, এদের মনুষ্যত্ব নাই

  36. XXX এ তার জন্ম XXX বানানো তার hobby.

  37. Hridoy Ahamad Basir

    এটা আজকে নতুন কি হা,,,,,,লুইচ্চা একটু কতো লিনক,,, ব্যার হইছে আর দেখে অনেক ই মারা অ গেছে আফসোস মানুষ আসল কি নাহ নকল পরিক্ষা করে নাহ বিশেষ করে মেয়েরা😰😰

  38. এখন জেলের ভিতর নিয়ে গরম ডিম দেয়া হোক

  39. তুলাগাঁও - Tulagaon

    এরে প্রথম থেকে আমার পছন্দ ছিল না।

  40. Jesob meyera YouTube poricoiyer love pore sorbonash korte dilo tader ki hobe??🤔🤔🤔

  41. ঐ সমস্ত মেয়েদের পক্ষ হইতে তার সোনায় ইট বান্ধা হোক

  42. রিয়াজ কারি

    বেয়াদব ছেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *