দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান-বুবলির ছেলে শেহজাদ সামনে আসার পর থেকেই ঢালিউডজুড়ে তৈরি হয় নানা প্রশ্ন ও কৌতুহল। কীভাবে শাকিব খান ও বুবলির মধ্যে সম্পর্ক তৈরি হলো, এতো বছর ধরে বাচ্চাকে কেনো আড়ালে রেখেছিলেন বুবলি এসব প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসছিল মিডিয়ায়। অবশেষে এসব প্রশ্নের উত্তর নিয়ে সামনে এলেন অভিনেত্রী।
গতকাল রবিবার ৪ ডিসেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৪১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন বুবলি। ক্যাপশনে লিখেছেন, আমার কিছু কথা…। ভিডিওতে শাকিব খান ও অপু বিশ্বাসের সাথে সম্পর্কের কথা আগে থেকে জানতেন না বলে মন্তব্য করেন বুবলি। তিনি বলেন, ২০১৬ সালে শাকিব খানের সাথে যখন আমি কাজের সুযোগ পাই, তখন আমি জানতাম না তার কোনো আগের সম্পর্কের কথা। ওই সময় আপনারাও জানতেন না। ২০১৭ সালে আমরা ওনার (শাকিব খান) আগের সম্পর্ক নিয়ে জানতে পারি।
এ সময় শাকিব খানের সাথে সম্পর্ক নিয়ে বুবলি বলেন, ভালো লাগার একটা বিষয়তো ছিলই। এমন নয় যে প্রথম ছবি থেকেই। সেটা আস্তে আস্তে গড়ে উঠেছে। কিন্তু উনি বলেছিলেন সেটেল হতে চান, ওভাবেই ভাবছেন। তবে ২০১৭ সালে যখন বিষয়গুলো সামনে আসলো ওই ভিডিওগুলো দেখে উনি নিজেও অবাক হয়েছে। যে এখানে আমার কথা (বুবলি) কেনো আসলো।
বুবলি আরও বলেন, শাকিব খান সিঙ্গেল এটাই আমরা জানতাম। সেই জায়গা থেকেই উনি ওনার ভালো লাগার জায়গাটা আমাকে শেয়ার করেছেন। তবে আমি যদি জানতাম ওনার জীবনে এমন জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে এর মধ্যে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সবকিছু জেনে শুনে কোনো সমস্যা সৃষ্টি করার মানসিকতার মানুষ আমি না।
অবাক
হয়তো,তোমার,চোখ,অন্ধ নাহয়,তুমি,কানেকম,শুনো
তুমি আর কত নাটক কাহিনী করবা?
এখন তো জেনে গিয়াছেন। আপনি কেটে পড়লে ই তো হয়।
Nekamo na
তাহলে বুঝতে পারছ
Asob natok baji bad day
অপু জয় কে নিয়ে টিভি তে আসার আগেই কি বীরের জন্ম হয়েছিল না জানা আমি 😏
জেনেও না জানার ভান?
যেনে শুনে বিষ পান করলে সেই দোষ কি জাতির না নিজের ইচ্ছে কৃত ভুল।
এটা নিজেকে প্রশ্ন করলেই উত্তর টা পেয়ে জাবেন, মিস বুবলি।
কেন আপনি কি ভিন গ্রহতে ছিলেন 😆
Ghume acilay 😂😂
Mone hoy ekon gum teke utco
Sara world jane sakib opur kotha ar tumi jano na, mitthuk.
আরে কে না জানে?
সারা বাংলাদেশে জানে আর তুমি জাননা
ইস রে কচি খুকি
আপনি কোন গ্রহে ছিলেন??
I am tw obak
এই খবর সামনে আসবে জানলে আমি ফেসবুক চালাইতাম না
ডাহা মিছা কথা,
তোমাদের থাকার কথা,
চার, ৪,চোখ ২,টি,অন্ধ,কেন
Tomra upore uthte sobi paro.juge juge tomra emoni kore ascho (hate gona dui,carjon bade)
Star hote giye keno nijere ujar kore dite hobe,,,,setaito bujina?
Sb mittha kotha ader obinoy Kore obbash ase akhn natok Kore blo sajte cay aro joto kicu bolbe bolbe nijeder kokormo dakha r jonno
Kno akhon Sakib khaner ta moja lage na 😁😁
হাস্যকর ব্যাপার
Ae mohela ta ato baj… Faltu mohela…ato metha kotha kivaby boly….
একন আমি আছি @♥১
Ami Kichu bolar vasa khuje pasci na…tai sudhu comment pore chole jasci😁😁
ূ
ফেসবুক কোম্পানির কাছে আকুল আবেদন,,
কমেন্ট বক্সে ভয়েস সিস্টেম চালু করা হোক,
লিখে মনের ভাব প্রকাশ করতে পারি না 😒😒 হতাস বড় হতাস আমি 😐😐😐
পুরো দুনিয়ার মানুষ জানে আর তুমি বলছো তুমি জানো নাহ..!! লোভে পড়ে তুমি বিয়ে করছো এখন ছেড়ে দিয়েছে তাই এই সব কথা বলতেছো…!!
Mitthabadi khothakar
এতো পাকনা কতা কইতারো এইটা বুজ না। তমি কি অন্য গ্রহে ছিলা।
পাঠ লন
ওরে ২টা জুতা মারো 🤣🤣🤣🤣🤣
যত সব ডং 👻👻