ফুটবল বিশ্বকে অবাক করেছে মরক্কো। আধুনিক ফুটবলের যুগে প্রথম আফ্রিকার দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তারা। যে সময়ে ছোট-বড় দলের পার্থক্য প্রকট।
বিশ্বকাপে তাদের এই অর্জনকে ‘বড় অঘটন’ হিসেবে দেখছেন অনেকে। একটা একটা করে ওই অঘটন ঘটিয়ে উদযাপন করেছেন মরক্কোর ফুটবলাররা। মাঠে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গ্রুপ পর্বে তারা কানাডার বিপক্ষে জয় তুলে দিয়ে সেজদা করেছে। সৃষ্টিকর্তাকে স্মরণ করেছে ইসলাম ধর্মের অনুসারী দেশটি। বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিয়ে সেজদা করেছেন। শেষ ষোলোয় তারা স্পেনকে হারিয়ে, কোয়ার্টার ফাইনালে হারিয়েছে পর্তুগালকে।
ওই দুই ম্যাচেও তাদের সেজদা এবং মায়ের সঙ্গে হাকিমি, বাউফালের উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। মরক্কো বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিবেশি ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরেছে। ওই হারের পরও সেজদা করেছেন দেশটির ফুটবলাররা। সৃষ্টিকর্তা যেটুকু সাফল্য দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
اَللهُ اَکبر 💚
আলহামদুলিল্লাহ
মুসলিম বিশ্ব আজ হতাশ🥴👈
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
এটা সেই ম্যাক্রোর ফ্রান্স।
এটাই ইসলাম সফলতাতেও আলহামদুলিল্লাহ। বিফলতাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালর জন্যই করেন।
আলহামদুলিল্লাহ
Joy paoyar motoi dol chilo,,,but oder kple joy ta nai,,,,onek vlo khelche, goal krte pareni😢
ভালো সফলতা পেয়েছেন মরক্কোর ফুটবলাররা
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
আমার মতে কাতার বিশ্বকাপে সেরা দল মরোক্ক!
সেরা খেলোয়ার এমবাপ্পে!!
Mash Allah
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
Al hamdulillah
Alhamdulillh
আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
we should be satisfy who is we achieved. like this.
ماشاءالله
ফিনিসিং ভলো হলে তারাই জিততো।
আমীন।