Breaking News

হাসপাতালে পাঠানো হলো রোহিত শর্মাকে

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার (৭ ডিসেম্বর) সকালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে মোহাম্মদ সিরাজের বলে এনামুল হক বিজয় ক্যাচ দিয়েছিলেন প্রথম স্লিপে। রোহিত শর্মার জন্য সহজ ক্যাচই ছিলো। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি ভারতীয় অধিনায়ক।
বরং বল রোহিতের আঙুলে এমনভাবে লাগে, যাতে বেশ আঘাত পেয়েছেন তিনি। আঙুল নাড়াতে নাড়াতে মাঠ ছাড়তে দেখা যায় ভারতীয় দলপতিকে। জানা গেছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে রোহিতকে দ্রুত পাঠানো হয়েছে হাসপাতালে। সেখানে তার আঙুলের স্ক্যান করানো হবে। স্ক্যানের ফল আসলে বোঝা যাবে, আঙুলে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করছে। এখন তাকে পাঠানো হয়েছে স্ক্যানের জন্য।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

Check Also

বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: মেসির মা

স্পোর্টস আপডেট ডেস্ক: আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *