Breaking News

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন, তারা যেভাবে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার করছে তা অত্যন্ত উদ্বেগজনক। তার এই বক্তব্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এতে নেড প্রাইস বলেন, আমরা বাংলাদেশ সরকারকে মুক্তমত, শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকারকে সুরক্ষা এবং সম্মান জানানোর আহ্বান জানাই। আমরা পুলিশের হয়রানি, বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং তাদের শান্তিপূর্ণ সমাবেশের বিরুদ্ধে কড়াকড়ির রিপোর্টগুলো নিয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশের সবপক্ষকে আহবান জানাবো তারা যেনো আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকেন। কোনো দল বা প্রার্থী যাতে অন্য দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকি, উস্কানি কিংবা সহিংসতা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি আরও বলেন, সকল প্রার্থীদের ভোটারদের সঙ্গে সহিংসতা, হয়রানি এবং হুমকি ছাড়া যোগাযোগ করতে পারা প্রকৃত নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ধরণের সহিংসতার রিপোর্টগুলো স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে তদন্তে উৎসাহিত করি।

এছাড়া ওই ব্রিফ্রিংয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি আইনের প্রসঙ্গও আসে। এতে পিনাকী ভট্টাচার্য এবং সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি যুক্তরাষ্ট্র জানে বলে উল্লেখ করেন নেড প্রাইস।

তিনি বলেন, আমরা এই আইন সম্পর্কে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি। আমাদের মানবাধিকার রিপোর্টেও এটি উল্লেখ করেছি। আমাদের বাংলাদেশী পার্টনারদের সঙ্গেও এ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের। মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধে রুপান্তরিত করা যাবেনা। এটা কখনো ভীতি ও হুমকি প্রদর্শনের উপলক্ষ হতে পারেনা।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

26 comments

  1. Thanks

  2. Thanks

  3. ধন্যবাদ

  4. ধন্যবাদ

  5. এদিকে নয়া পল্টন শুরু হয়ে গেছে

  6. এদিকে নয়া পল্টন শুরু হয়ে গেছে

  7. সেখহাছিনা র উপর নিসেথাক্ষা দেও

  8. সেখহাছিনা র উপর নিসেথাক্ষা দেও

  9. মোঃ হাচিবুল ইসলাম

    কাম হবেনা দাদো, তোমাদের কথা এরা মানেনা, এরা খেলা শুরু করে দিছে।

  10. মোঃ হাচিবুল ইসলাম

    কাম হবেনা দাদো, তোমাদের কথা এরা মানেনা, এরা খেলা শুরু করে দিছে।

  11. আওমীলীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ও জনগণের মৌলিক সুবিধা প্রদান করতে ব্যর্থ হলেও বি এন পি তথা বিরোধী দলকে দমন পিড়ন করতে ব্যর্থ নয়। জনগণ না চাইলেও জোর করে ক্ষমতার মসনদ দখলে রাখতে আওমীলীগ সরকার লাখ লাখ মানুষকেও হত্যা করতে সক্ষম। দেশের প্রশাসনকে দেশীয় কাজে ব্যবহার না করে বি এন পি তথা বিরোধী দলকে দমনে ব্যবহার করছে। এটা বড়ই আশ্চর্যজনক ও বোকামির লক্ষণ।

  12. আওমীলীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ও জনগণের মৌলিক সুবিধা প্রদান করতে ব্যর্থ হলেও বি এন পি তথা বিরোধী দলকে দমন পিড়ন করতে ব্যর্থ নয়। জনগণ না চাইলেও জোর করে ক্ষমতার মসনদ দখলে রাখতে আওমীলীগ সরকার লাখ লাখ মানুষকেও হত্যা করতে সক্ষম। দেশের প্রশাসনকে দেশীয় কাজে ব্যবহার না করে বি এন পি তথা বিরোধী দলকে দমনে ব্যবহার করছে। এটা বড়ই আশ্চর্যজনক ও বোকামির লক্ষণ।

  13. So today police league people are beating a lot

  14. So today police league people are beating a lot

  15. আমেরিকা আসলেও মনে হয় হবে না।

  16. আমেরিকা আসলেও মনে হয় হবে না।

  17. MD Mozammel Hossein

    কে শুনে কার কথা!!!! ক্ষমতা আমার চাই ই চাই,দেশের ক্ষতি হলে হোক।

  18. MD Mozammel Hossein

    কে শুনে কার কথা!!!! ক্ষমতা আমার চাই ই চাই,দেশের ক্ষতি হলে হোক।

  19. Kono lab nai a sob bole

  20. Kono lab nai a sob bole

  21. Selina Yesmin Shelly

    মার্কিন ভাই,এসব ঢিলেঢালা কথা চেতনা আমলেই নেয় না

  22. Selina Yesmin Shelly

    মার্কিন ভাই,এসব ঢিলেঢালা কথা চেতনা আমলেই নেয় না

  23. Sanctions coming soon

  24. Sanctions coming soon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *