বহুদিন ধরে অভিনয়ে অনিয়মিত খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের একমাত্র ছেলে কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই নায়ক কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ঘাঁটি গেড়েছেন দেশটির অন্যতম সেরা শহর নিউইয়র্কে। সেখানে একটি দুটি নয়, চার চারটি বাড়ির মালিক কাজী হায়াতপুত্র!
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাড়িগুলোর ছবি প্রকাশ করে এ কথা কাজী মারুফই জানান। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, চারটি বাড়ি নিউইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার, যে দেশ থেকে টাকা নিয়ে আসব।’
কিন্তু যুক্তরাষ্ট্রে কী এমন করেন কাজী মারুফ, যে এতো অল্প সময়ের মধ্যে চারটি বাড়ির মালিক হয়ে গেলেন! এ নিয়ে অবশ্য কখনোই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি অভিনেতা। তবে কাজী মারুফের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিউইয়ার্কে ব্যবসা করেন কাজী হায়াতপুত্র। কিসের ব্যবসা সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।
এদিকে আমেরিকায় থিতু হওয়ার পর কাজী মারুফ দেশে আসেন খুবই কম। জো বাইডেনদের দেশ থেকেই মাঝে মাঝে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। কিন্তু এখনো পর্যন্ত আমেরিকায় নির্মিত মারুফের কোনো সিনেমা মুক্তি পায়নি। এদিকে খুব প্রয়োজন ছাড়া আসেন না দেশেও। তবে কি তার দেশের জন্য মন কাঁদে না?
এ প্রসঙ্গে কিছুদিন আগে কাজী মারুফ দেশের গণমাধ্যমে বলেছিলেন, ‘আমারও বাংলাদেশে থাকতে ইচ্ছা করে। মাথার ওপর দিয়ে বিমান উড়ে যেতে দেখলে দেশে ফিরতে মন চায়। কিন্তু পারি না। এই কিন্তুর বেশ কিছু কারণ আছে।’ সেই কারণগুলো প্রকাশ করেননি অভিনেতা।
২০০২ সালে বাবা কাজী হায়াতের ‘ইতিহাস’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন কাজী মারুফ। প্রথম ছবিতে জিতে নেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর কাজ করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। কিন্তু সেভাবে আর আলো ছড়াতে পারেননি। একপর্যায়ে সব ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান এই অভিনেতা।