Breaking News

‘আমি নিই না, দিয়ে যায়’, বললেন চাঁদাবাজিতে অভিযুক্ত নারী কাউন্সিলর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে এবার সাদা স্ট্যাম্পে সই নিয়ে মনগড়া কথা লিখে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার অডিও রেকর্ড বর্তমানে সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই অডিওতে কাউন্সিলর নিলুফাকে বলতে শোনা যায়, ‘আমি নিই না, দিয়ে যায়’। ওই উক্তি এখন সবার মুখে মুখে।

এদিকে, বুধবার (৯ নভেম্বর) রাতে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের হক মিয়ার মেয়ে তানিয়া আক্তার ওই কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার অভিযোগ প্রাপ্তির বিষটি স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, তানিয়া আক্তারের সাথে উপজেলার নিমতলা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে আবির আহম্মেদে ২ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক নানান বিষয় নিয়ে স্বামীর সাথে স্ত্রীর বিবেধ সৃষ্টি হলে ৩ নভেম্বর ওই মহিলা কাউন্সিলরের নেতৃত্বে একটি শালিস বৈঠক হয়। বৈঠকে তাদের ডির্ভোসের সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় সন্তান মায়ের কাছে ১৫ মাস থাকবে এবং তার ভরণপোষন হিসাবে আবির ২০ হাজার টাকা তানিয়াকে দেবে। সেই টাকা তাকে না দিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন ওই কাউন্সিলর। টাকা না দিলে ছেলেকে নিয়ে যাওয়াসহ পরিবারের লোকজনদেরকে নানান হুমকি ধামকি দিয়েছেন নিলুফা।

এ ব্যাপারে কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি খুব টায়ার্ড। আমার ছেলের সাথে কথা বলেন।’

আপনার ছেলে তো কাউন্সিলর না বা অভিযোগটি তো তার বিরুদ্ধে নয় বলে জানানোর পর তিনি আবার বলেন, ‘আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র চলছে, আমার ভাইরাল ভিডিওটি এডিট করা। তাছাড়া আমি শুক্রবার সংবাদ সম্মেলন করে আপনাদের (সাংবাদিকদের) সবকিছু জানিয়ে দেবো তখনই সবকিছু লিখবেন’।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *