Breaking News

নিজ বাড়ির গ্যারেজে মৌসুমীর সংবাদ সম্মেলন: ক্ষুদ্ধ সাংবাদিকরা

চিত্রনায়িকা মৌসুমী অভিনীত দুটি চলচ্চিত্র ‘ভাঙন’ সিনেমাটি শুক্রবার মুক্তি পাবে। এ উপলক্ষে তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি উত্তরাস্থ তার বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিকরা গিয়ে দেখেন তার বাড়ির গ্যারেজে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গ্যারেজের দেয়ালে সিনেমাটির চারটি পোস্টার লাগিয়ে একটি চেয়ারে তিনি বসে আছেন।

এতে উপস্থিত অনেক সাংবাদিক অবাক হন। সাধারণত সিনেমার সংবাদ সম্মেলন কোনো রেস্টুরেন্ট কিংবা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়ে থাকে। মৌসুমী তার ব্যতিক্রম ঘটালেন। তবে উপস্থিত সাংবাদিকদের অনেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা কেউ কেউ বলেন, মৌসুমী অন্য কোথাও যদি সংবাদ সম্মেলন করতে অপারগ হতেন, তাহলে নিদেন পক্ষে তার বাসায় করলেও পারতেন। সাংবাদিকদের ডেকে একেবারে বাসার নিচে গ্যারেজে সংবাদ সম্মেলন করার বিষয়টি খুবই অবমাননাকর।

কেউ কেউ বলছেন, গুলশানে তার ছেলের রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও করতে পারতেন। তা না করে তিনি গ্যারেজে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এক ধরনের অবজ্ঞা করেছেন। তার মতো একজন চিত্রনায়িকার এ ধরনের আচরণ করা মোটেও উচিৎ হয়নি। উপস্থিত সাংবাদিকদের কেউ কেউ ক্ষুদ্ধ হয়ে বলেছেন, ভবিষ্যতে মৌসুমী সংবাদ সম্মেলন করলে তা বয়কট করা হবে।

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *