প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ আয়োজিত লাইভ শো ‘দারাজ আইকনিক ইলেভেন ডট ইলেভেন ক্যাম্পেইন’। এ বছরও এই শো-এর বিশেষ চমক হিসেবে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টায় দারাজ আয়োজিত এ শো-তে লাইভে আসবেন বাংলাদেশি কিং খান। ঘণ্টাব্যাপী লাইভ শো-তে শাকিবের সঙ্গে অনলাইনে যুক্ত থেকে ভক্তরা ধাপে ধাপে জিতে নিতে পারেন বিভিন্ন পুরস্কার।
রাফসান সাবাবের উপস্থাপনায় শাকিব খানের অংশগ্রহণে লাইভ অনুষ্ঠানটি দেখা যাবে চ্যানেল আইয়ের ফেসবুক পেজ, দারাজ অ্যাপ ও দারাজের ফেসবুক পেজে।
গত বছর একই শো-তে হাজির হয়েছিলেন শাকিব খান। সেবার দেশের অন্যান্য বড় বড় তারকারাও এসেছিলেন। কিন্তু অনলাইনে দারাজ ক্যাম্পেইনে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল শাকিব খানের উপস্থিতিতে হওয়া শো-টি।
চলতি বছরে আয়োজিত শোতে শাকিব খান ছাড়াও ইতোমধ্যে অংশ নিয়েছেন পূর্ণিমা, সৈয়দ জামান শাওন, টয়া, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, হৃদি শেখ, ইফতেখার রাফসান, রাকিন আবসার, নাজিফা তুষি, খাইরুল বাশার, সাফা কবির প্রমুখ।