Breaking News

মেয়েরা বিশ্বাসী মানুষ খোঁজে, সেই বিশ্বাস আমার মধ্যে পায়: জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। সারাদেশে তার অসংখ্য ভক্ত।

সম্প্রতি এই তারকা এক সাক্ষাৎকারে জানালেন, একটি মেয়ে তার ছবি ছাপিয়ে বালিশের কাভার বানিয়ে তাতে ঘুমায়। এটা দেখতে তার কাছে খুবই ভালো লাগে। আবার কোনো মেয়ে কিং বলে ডাকে বলেও জানান জায়েদ খান।

রিলেশনের ব্যাপারে এই চিত্রনায়ক বলেন, আমি যখন যে রিলেশনে থাকি তখন সেই রিলেশনেই থাকি। এটাকে বলে আমি সৎভাবে প্রেমটা করি। মেয়েরা একটু কেয়ারিং, বিশ্বাস ও সততা পছন্দ করে। আর হ্যান্ডসাম ব্যাপার তো আছেই।

তিনি বলেন, নায়ক হলেও দেখে আমি সিগারেট-মদ স্পর্শ করি না, জুয়া খেলি না। দূর থেকে অনেকে অনেক কিছুই মনে করে। আসার পর দেখে এসব কিছুই নাই। ভালো একটা ফ্যামিলিতে অবস্থান করি এবং কাউকে বিপদে ফেলি না। যেকোনো মানুষের বিপদে পাশে দাঁড়াই। কিছু মানুষ আছে প্রেমের সময় ব্ল্যাকমেইল করে, বাজে কথা বলে। আমি এসব কখনোই করি না।

এছাড়া গোপনে বিয়ের প্রসঙ্গ উঠলে সেই বিষয়েও কথা বলেন তিনি। বলেন, অনেকে অনেক কিছু মিথ্যা বুঝিয়ে গোপনভাবে কাউকে বিয়ে করে, এসব কখনো করিনি আমি। মেয়েরা দিনশেষে সৎ, ছায়া হতে পারবে, বিশ্বাসী এমন মানুষ খোঁজে। সেই বিশ্বাস আমার মধ্যে পায়। যে কারণে মেয়েরা তাদের ভালোবাসার জায়গাটা আমাকে দেয়।

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *