Breaking News

আমরা ভারতের দালাল নই, অকৃত্রিম বন্ধু: খাদ্যমন্ত্রী

‘আমরা ভারতের দালাল নই। আমরা ভারতের অকৃত্রিম বন্ধু। কারণ তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বার্থহীনভাবে সহযোগিতা করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এই অকৃত্রিম বন্ধুত্ব সারাজীবন অটুট থাকবে।’
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রাজশাহীর স্থানীয় এক হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার পরিবর্তনের হলেই অনেকে ভাবেন ভারতের সঙ্গে এই বন্ধুত্ব থাকবে না। এটা ঠিক না। কারণ, সরকার পরিবর্তন হলেই মনের পরিবর্তন হয় না। নীতির পরিবর্তন হয় না। এই বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমরা বাঙালি অকৃতজ্ঞ জাতি না।
তিনি বলেন, আমাদের এখনো মনে আছে, ভারত সরকারের নির্দেশে তৎকালীণ পশ্চিমবঙ্গ সরকার কীভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলো। যেটা অকল্পনীয় ও অতুলনীয় ছিলো। অথচ ১৯৭৫ সালের পরে ভারতের কথাটা মুখে তুললেই এক রকম দোষী সাব্যস্ত করা হতো।

খাদ্যমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের পরপরই বঙ্গবন্ধু ভারতের সেনা সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নিতে বলেছিলেন। অথচ যৌথবাহিনীর সমন্বয়ে যে দেশ স্বাধীন হয়, এত সহজে তারা সেনা তুলে নিয়ে আসে না। কিন্তু ভারত সরকার বঙ্গবন্ধুর আহ্বানে সেনা প্রত্যাহার করেছিলো। আমি তো মনে করি, এই সেনা প্রত্যাহারের ফলেই বঙ্গবন্ধুকে হত্যা করার সুযোগ পেয়েছিলো স্বাধীনতাবিরোধী শক্তি।

Check Also

জামায়াতের গণমিছিল কর্মসূচি স্থগিত

আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় শহর ও প্রতিটি জেলায় ঘোষিত গণমিছিলের কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে …

12 comments

  1. আপনারা হচ্ছে গনতন্ত্রের হত্যাকারী একনিষ্ঠ ভারতের দালাল।

  2. অকৃত্রিম বন্ধু হলে কেন আমাদের পানিতে মারে, সীমান্তে হত্যা করে আমাদের ভাই দের,কেন তিস্তা চুক্তি করতে পারেন না?

  3. Mď BÀbuĺ Høśśàiñ

    ভারতের আপনারা ভারতের ওলা টিপলাম দেশের জনগণের দিকে তাকান

  4. মোহাম্মদ নাননু মিয়া

    তোমরা দালাল না ্্ তোমরা ভারতের গুলাম

  5. বন্ধু হলে প্রতিনিয়ত বর্ডারে গুলি করে মানুষ মারে কেন

  6. তোরা দালাল নই,ভারতের পা চাটা কুত্তা।

  7. ওনারা ভারতের দালাল নয়। ওনারা হলো ভারতের জরু।

  8. বন্ধু না তোমাদের প্রভু

  9. কথায় আছে না ওখানে কেরে আমি গুর খাইনা এদের অবস্থাও ঠিক তেমন

  10. Indian DALAL

  11. Mahfuzul Hassan Khan

    Khaia khaia modir poot padar motu Moda hoise

  12. Mohammad Main Uddin Hasan

    Husband and wife why you forgot about that