Breaking News

জামায়াতের আমিরকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি সিটিটিসি

জঙ্গিবাদের সংশ্লিষ্টার অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংশ্লিষ্টতা পায়নি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে রাখা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিন রিমান্ডে আছেন তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর জঙ্গিবাদের সংশ্লিষ্টার কোনও তথ্য পাওয়া যায়নি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘ডাক্তার শফিকুর রহমান তার ছেলের জঙ্গিবাদের বিষয়ে জানতো। এছাড়া তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তবে ডাক্তার শফিকুর রহমান বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে অপরাধ করেছেন।’
আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গিদের বিষয়ে জানতে চাইলে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান কোনও মন্তব্য করেননি।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

4 comments

  1. এই বানচোদ নিউজ কোথায় সংবাদ পেল।এরা রাজাকারের মুখপাত্র হিসেবে কাজ করে।

  2. আসল জঙ্গি বসে আছে গদিতে।

  3. Alhamdulillah

  4. আরে সরকারের জঙ্গি সাজানো সরকারের ষড়যন্ত্র যখনই বিএনপি সমাবেশে ডাক দিয়েছে নয়াপল্টনে কি করেছে মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে নিয়ে গেছে যেমন জামাতের আমির ২৪ তারিখে বিএনপির সাথে একমত প্রসঙ্গ করেছে সমাবেশের তখনই জামাতের আমিরকে জঙ্গি আখ্যা দিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে এগুলো সব সাজানো নাটক