Breaking News

জামায়াতের গণমিছিল কর্মসূচি স্থগিত

আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় শহর ও প্রতিটি জেলায় ঘোষিত গণমিছিলের কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

বিবৃতিতে তিনি বলেন, শিগগির কর্মসূচি বাস্তবায়নের নতুন তারিখ ও সময় জানানো হবে।

এর আগে, গত ১১ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় দলটি।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

One comment

  1. মিজানুর রহমান

    সরকারের সাথে সমোজতা করবে