Breaking News

রাজপথে নেমেছি, সরকারকে বিদায় করেই ঘরে ফিরবো: আমান

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন, গ্রেপ্তার করে বিএনপি ও চলমান আন্দোলনকে দমানো যাবে না। আমরা রাজপথে নেমেছি, এই সরকারকে বিদায় করেই ঘরে ফিরবো।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না। ইভিএমেও ভোট হবে না। জনগণ তা হতে দেবে না। সুতরাং সরকারের ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করার কোনো পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হবে। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে।

তিনি বলেন, ‘৫২, ‘৬২, ‘৬৯, ‘৭১ ও ‘৯০ এ ফয়সালা রাজপথে হয়েছে। এবারও রাজপথেই ফয়সালা হবে। প্রয়োজনে দেশে ‘৬৯ এর মতো আরেকটি গণ-অভ্যুত্থান হবে।ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পুলিশ বিএনপি কাযালয়ে প্রবেশ করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তা হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নাগরিক মঞ্চের চারটি দলের নেতৃবৃন্দ বিএনপির ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

9 comments

  1. কথায় নই কাজে প্রমাণ দেখতে চায়।

  2. আওয়ামী লীগ সরকার আরও একবার আসলে ২০০ টাকা কেজি চাউল খাবে বাংগালী

  3. আওয়ামী লীগ এখন একটা গালিতে পরিনত হয়েছে

  4. তুই কি মানুষ না আওয়ামী লীগ

  5. আর ঘরে থাইকেন না

  6. এক মুখে কত মিথ্যাচার করবেন ১০ তারিখের পর নাকি এদেশ চলবে খালেদা জিয়ার কথায় লজ্জা করে না এসব আবোল তাবোল কথা বলতে

  7. ইনশাআল্লাহ,

  8. আমার হাসি পায়