নরসিংদী সদর উপজেলায় মাদ্রাসার টয়লেট থেকে আফরিন (১৬) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে শেখেরচর জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার চতুর্থ তলার শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আফরিন ওই মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্রী ছিল।
মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে আসছিল অফরিন। প্রতিদিনের মতো আজও জোর করে তাকে মাদ্রাসায় দিয়ে যান তার বাবা। পরে দুপুর ১টার দিকে ক্লাস শিক্ষকের অনুমতি নিয়ে টয়লেটে যায় সে। দীর্ঘক্ষণ পর ঝুলন্ত অবস্থায় টয়লেট থেকে তার দেহ উদ্ধার করা হয়।
আফরিনের বাবা ডালিম মিয়া বলেন, ‘বেশ কিছুদিন ধরেই মেয়ে মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পড়াশোনার কথা চিন্তা করে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে মাদ্রাসায় দিয়ে আসি। দুপুরে এক শিক্ষকের ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’