Breaking News

জাতিকে শিক্ষিত করতে আগামী দিনেও আ. লীগকে ভোট দেওয়ার আহ্বান

আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, এক সময় শিক্ষার্থীরা টাকা দিয়ে বই কিনতো, এখন তারা বই যেমন ফ্রি পায়, তেমনি পড়াশোনা করলে সরকারের পক্ষ থেকে টাকা পায়। এজন্য দেশে শিক্ষার হার বেড়েছে। জাতিকে শিক্ষিত করতে আগামী দিনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত জেলা সদর উপজেলা বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ তন্ময় বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের চলমান অগ্রযাত্রা ঠিক রাখতে আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ আখতার, জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন, খান জাহান আলি ডিগ্রি কলেজ অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী, প্রধান শিক্ষক ফোরামের সভাপতি ফারহানা আক্তার প্রমুখ।
সমাবেশে বাগেরহাট জেলা ও উপজেলার পর্যায়ের সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *