মোবাইল চুরির সন্দেহে শ্যালকের হাত কেটে দিলেন দুলাভাই। তার সন্দেহ শ্যালক শাকিল বাম হাতে চুরি করে তাই তার বাম হাতটি বিচ্ছিন্ন করে দেন। শনিবার সকালে এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের মহেশখালী দ্বীপের কালারমারছড়া ইউনিয়নের সামিরা ঘোনা নামক গ্রামে।এর আগে সালিসে শ্যালক শাকিল আহমদ (২২) মসজিদে বসে শপথ করে বলেন, ‘আমি মোবাইল চুরি করিনি।’ এতেও সন্তুষ্ট হননি মোবাইল মালিক দুলাভাই মোহাম্মদ ফেরদৌস (৩২)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্থানীয়ভাবে নিষ্পত্তি হওয়া মোবাইল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে জেনেছি। কাটা হাতসহ ওই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো মামলা হয়নি। ’
কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ কালের কণ্ঠকে বলেন, ‘একটি মীমাংসিত তুচ্ছ বিষয়ের জন্য একজন যুবকের হাত কেটে ফেলা আইয়ামে জাহেলিয়াতের মতো ঘটনা। ’
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, ‘তুচ্ছ ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসিত। তার পরও মোহাম্মদ ফেরদৌসসহ তার ভাইয়েরা হামলা চালিয়ে শ্যালক শাকিলের হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে। ’
ঘটনার বিবরণ দিয়ে ওই ইউপি সদস্য বলেন, কয়েক দিন আগে ফেরদৌসের মোবাইল চুরি হয়। তিনি চুরির জন্য দায়ী করেন শ্যালক শাকিলকে। এ ঘটনা নিয়ে শুক্রবার বসে স্থানীয় সালিস-বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত হয়, মসজিদে শপথ করার। যথারীতি শাকিল তাই করেছেন। বিচারকরা সন্তুষ্ট হলেও ফেরদৌস তা মেনে নেননি। শনিবার সকালে শাকিল জাল নিয়ে খালে মাছ ধরতে যান। ফেরার পথে তার ওপর হামলা করেন ফেরদৌসসহ তার ভাইয়েরা। এক পর্যায়ে শাকিলের বাম হাতটি বিচ্ছিন্ন করে দেন তারা।