কুমিল্লায় আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে শাওন (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. ওমর ফারুক জানান, আর্জেন্টিনা জেতার পর আনন্দ করার সময় একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।
লালমাই হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক জানান, আর্জেন্টিনার জয়ে আনন্দ করার সময় খিলা ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) গুরুতর আহত হন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতো ফুর্তি কেনো
বিনোদন ছাড়া জীবন অচল তাইবলে এমন লাফালাফি উচিত নয় 😥😥কত মানুষ আছে ঘরে ভাত নাই ওদের লাফালাফি এর রাস্তায় হাঁটতে পারা যায় না
Sent him The National Museum as soon as possible
শহীদ
Very good
আমরা কেন এতটা পাগল হয়ে যাই।
এই ঠিক হয়ি
সবাই জয়ের আনন্দে মেতে উঠেছে আর্জেন্টিনা কাপ পেয়েছে। বাংলাদেশ পেয়েছে লাশ।
এতো পিরিত ভালোনা জে মরেজেতেহবে
শুকরিয়া শুকরিয়া। একটা মুসলমান এন্তেকাল কোরলে ইন্না-লিল্লাহ পরতে হয় কিন্তু এরা কি বলতে পারেন।
সুন্দর
Haire Bangladeshi manus.
এমন মরণ মাওলা তুমি কাওকে দিইওনা
একজন হাসির স্টিকার দিয়েছে সেকি মানুষ
না হতে পারে তার দলের সাপোর্টার।
তার জন্য হাসি।
সকাল থেকে এই পর্যন্ত দুইটা পাগলের মৃত্যু সংবাদ পাইলাম
এর লাশটা আজের্নটিনা পাঠানো জোর দাবি জানাচ্ছি
সরাসরি ম্যারাডোনার কাছে যেও না,,,,,
বিরাট সওয়াবের কাজ করে গিয়েছেন।
আমাদের দেশে একটা আধুনিক মেন্টাল হাসপাতাল করা হোক যার নাম হবে ” মেসি মেন্টাল হসপিটাল ” ।
আর্জেন্টিনা মার্কা শহিদ
সেই কিশোরকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করা হোক
ইহুদিদের জন্য মরেই ইহুদি হলো বাহ আর্জেন্টিনা পাঠানো হোক খেলা হচ্ছে বিনোদন বিনোদের মধ্যে থাকা ভালো ইহুদীর জন্য এত আবেগ ভালো না
বেটা মরছে ভালো হইছে
তার লাশ আর্জেন্টিনা পাঠান ।
সুন্দর
Amin
আফসোস জাতির এমন সংকট ময় মুহুর্তে দেশ বাচানোর আন্দোলনে যদি জীবন দিতো!
আর্জেন্টিনার দোষ নাই
তারাতো বলে নাই বিজয় মিছিল করতে
কিশোরের মা বাবাকে আল্লাহ ধৈর্য ধারন করার তৌফিক দেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এখুন মেসি এশে জানাজা করুখ
কেউ আঝে বাঝে কথা বলা থেকে বিরত থাকুন,কারন সে যে কোন একটা দল করতেই পারে তাতে কি হয়েছে ভাই,আমার মনে হয় এ আনন্দ তার ভাগ্যে মানায় নাই,পারলে তার জন্য দোয়া করেন আর তার পরিবারের সবাই কে ধৈর্য ধরার তৌফিক দান করেন,আজ না হয় কাল মরতেই হবে ইনশাআল্লাহ,মৃত্য ব্যক্তিকে নিয়ে কোন মন্বব্য নয় দোয়া হয় আমিন
মেসির পুলাতো ঠিকই মেসির কোলে আছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন
লাশটা মেসির কাছে পাঠানো হোক।
বেশি আবেগ ভালো না🥲
শয়তান আজ জিতে গেছে
মেসির কাছে খবরটা পৌঁছে দেওয়া উচিত। ও একটু আশীর্বাদ করে দিবে।
মেসিকে দিয়ে ওর জানাজা পড়ানোর দাবি জানাচ্ছি
বেহেশত নিশ্চিত।
ইন্না-লিল্লাহ।
অতিরঞ্জিত কোনকিছু ভালো না
আর্জেন্টিনা কাপ পাইছে সেটার খুশিতে মেরাডনাকে জানাইতে😁
আল্লাহ সবাইকে বিঝার তৌফিক দেন আমিন।
অতিরিক্ত কিছুই ভালো না
আহারে মানব জাতি।
আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতেছে সেই খবরটা ম্যারাডোনাকে জানানোর জন্য তাকে পাঠানো হয়েছে
অতিরিক্ত কোন কিছুই ভল না।
দেশে কোনো সরকার আছে বলে তো মনে হয় না,কি করে ভিন্ন দেশের খেলার স্বাদ বা আনন্দ নেয়ার জন্যে মানুষ এই ভাবে জীবন দিতে পারে,,,
খুব ভালো
এর পিছনে ব্রাজিলের হাত আছে
তার দাফন কাফন ও চল্লিশা ও তার মা বাবার এমন কি বিবাহিত হলে তার বউ বাচ্চাকাচ্চার
আমৃত্যু খরচ বহন করবে আর্জেন্টিনা ও মেসি।।।
তার রিযিক ছিল এই দিনের
Oka kotta dea kawano howk.
কান্নার চেয়ে হাসা রিজেক্ট বেশি তাি আমিও হাসলাম
Tik ase
নাউজুবিল্লাহ
এখন মেসির এসে পরিবার টা একটু দেখুক
আল্লাহ বেহেস্ত নসিব করুক
আমিন
অতিরিক্ত কিছু ভালো না
বিনম্র শ্রদ্ধা জানাই 😭🙏
এটাই আমাদের দেশের মানুষের কাজ
আমার কমেন্ট করার কিছুই নেই বাকীটা ইতিহাস।