Breaking News

এটি ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের সমাবেশের ছবি নয়

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি কাতারে অনুষ্ঠেয় আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ফ্যানদের সমাবেশের। এরকম কয়েকটি পোস্ট গত ১৫ নভেম্বর ‘Brazil Fanz Club of Bangladesh’ নামে একটি পাবলিক গ্রুপে ‘K Mehedi Hasan Shanto’ নামের একটি আইডি থেকে একটি ছবি শেয়ার করে লেখা হয়, “কাতার কোন ভাবেই থামছে না।

একের পর এক চমক দিয়ে যাচ্ছে ব্রাজিল ফ্যানরা🇧🇷 #BFC”। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন– ফ্যাক্ট চেক: বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের সমাবেশের নয়। ছবিটি গত ৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা লাভের দুইশ’ বছর পূর্তি উপলক্ষে এক গণসমাবেশের। ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ‘litoralsul’ নামে একটি ওয়েবসাইটে গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত ‘Dia em que o Brasil se vestiu de verde e amarelo’ (The day Brazil dressed in green and yellow-অনূদিত) শিরোনামের একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা লাভের ২শ’ বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ জনসমাবেশের আয়োজন করে। ওই সমাবেশের সময়ে ছবিটি তোলা হয়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন– প্রতিবেদনটি দেখুন এখানে আরও সার্চ করে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে ও আরজে রাজ্যের সিনেটর ফ্লাভিও বলসোনারোর ভেরিফায়েড টুইটার একাউন্ট ”Flavio Bolsonaro #B22” থেকে গত ৭ সেপ্টেম্বর পোস্ট করা একটি টুইট খুঁজে পাওয়া যায়।

ওই টুইটটি থেকে জানা যায়, ব্রাজিলের সচিবালয় এলাকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ওই জনসমাবেশে প্রায় ১০ লাখ মানুষ সমবেত হয়েছিল। টুইটার পোস্টটি দেখুন– ওই গণসমাবেশের ব্যাপারে জানতে সার্চ করে গত ৮ সেপ্টেম্বর রয়টার্সের করা ‘Bolsonaro mixes campaign politics, military displays on Brazil bicentennial’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির দুইশ’ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট জাইর বলসোনারো ব্রাজিলের উত্তেজনাপূর্ণ নির্বাচনের পরপরই রিও ডি জেনিরো ও ব্রাসিলিয়াতে রাজনৈতিক র‍্যালি ও মিলিটারি প্যারেডের একটি যৌথ উপস্থাপনার আয়োজন করেন। অর্থ্যাৎ ব্রাজিলের স্বাধীনতার দুইশত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশকে ব্রাজিল ফুটবলের সমর্থকদের করা সমাবেশের বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Check Also

বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: মেসির মা

স্পোর্টস আপডেট ডেস্ক: আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *