অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও অনলাইন জুয়ার অন্যতম মাস্টার মাইন্ড শাহিদুজ্জামান শিপুসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার রাতে তাদের নেওয়া হয় আদালতে। মঙ্গলবার রাতে গাংনী উত্তরপাড়ার শিপুর ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করে ডিবি পুলিশ ও সাইবার ক্রাইমের একটি দল।
আটক অন্যরা হলেন- রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জ্বল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।
সম্প্রতি অনলাইন জুয়ার আসর চালিয়ে আসছিলো তারা। তাদের অনলাইন অ্যাকাউন্টে প্রায় তিন লাখ টাকাও পেয়েছে অভিযানকারী দলটি।
ডিবি ওসি সাইফুল ইসলাম জানান, গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত। তাদের মাধ্যমে টাকাও পাচার হচ্ছে বিদেশে। এমন তথ্যেরভিত্তিতে ডিবি, সাইবার ক্রাইম ও গাংনী থানা পুলিশের দল রাতে শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এ সময় শিপুসহ তার বেশ কয়েকজন অনুসারী সেখানে অবস্থান করছিল। এ সময় সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে অভিযানকারী দলটি। রাতেই তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
এরা পুরো দেশটাকে নরকে পরিণত করে ফেলেছে।