Breaking News

নানির ইচ্ছায় হাতিতে করে বউ নিয়ে এলেন সালমান শাহ্‌

নানির ইচ্ছা পূরণ করতে গিয়ে হাতিতে করে বউ নিয়ে বাড়িতে এসেছেন সালমান শাহ নামের এক যুবক।শুক্রবার বিকেলে জেলার হাওরাঞ্চল মদনের তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে এ অভিনব পন্থায় বাড়িতে বউ তোলা হয়। এ সময় হাতিতে আরোহী বউকে দেখতে ভিড় জমায় উৎসুক নারী-পুরুষরা।বর সালমান শাহ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ছদরুল ইসলামের ছেলে। কনে একই গ্রামের আব্দুল গণির মেয়ে মুক্তামণি।

স্থানীয় সূত্রে জানা যায়, সালমান শাহ জন্ম নেয়ার পর তার নানি জবেদা আক্তার নাতিকে কোলে নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, আমার নাতি বড় হলে হাতিতে করে তার বউকে বাড়ি তুলবে। নাতির বিয়ের বয়স হলে একদিন নানি তার ইচ্ছের কথা নাতি সালমানকে জানান। সালমান নানির কথা রাখতে ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে শ্বশুর বাড়ি গেলেন। অন্যান্য বরযাত্রী গেলেন বাসে। বরকে হাতিতে চড়ে আসতে দেখে শ্বশুর বাড়ির লোকজন ও গ্রামবাসী ভিড় জমান। পরে বিয়ে শেষে হাতিতে করে বউ নিয়ে তিনি বাড়ি ফেরেন। এ সময় নানি জবেদা আক্তার অত্যন্ত আনন্দের সাথে বর ও নববধূকে বরণ করে নেন।

এ সময় এক প্রশ্নের উত্তরে জবেদা আক্তার সাংবাদিকদের জানান, শেষ বয়সে আমার মনের আশা পূরণ হওয়ায় আমি এখন খুব খুশি।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *