Breaking News

বিএনপি মানুষের কাছে ঘৃণিত: প্রাণিসম্পদমন্ত্রী

বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে জাতীয় পতাকার মতো পবিত্র বস্তুর সঙ্গে লাঠি বা লোহার রড ব্যবহার করে মানুষকে মারধর করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন থেকে ভীমকাঠী খালের ওপর ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন প্রাণিসম্পদমন্ত্রী। এ সময় উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা নির্বাচনে আসতে চাচ্ছেন না। এজন্য বিভিন্ন অজুহাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান। এ নৈরাজ্য সৃষ্টির কারণে তারা আজ দেশের মানুষের কাছে ঘৃণিত। আগামীতে তারা আরও জনবিচ্ছিন্ন হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামকাঠী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারি।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় দাস, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া প্রমুখ।

পিরোজপুর সদর উপজেলার সাতকাছিমা হয়ে শ্রীরামকাঠীর সড়কের ভীমকাঠী খালের ওপর এলজিইডির উদ্যোগে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ৭৯ লাখ টাকা।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *