Breaking News

বরিশাল সড়কে পু’লিশের চেকপোস্ট, খেয়া পারাপারও বন্ধ

এবার খেয়া পারাপারও বন্ধ করা হয়েছে বরিশালে। এতে করে বরিশাল নগরীর বাসিন্দারা পড়েছেন চরম ভোগান্তিতে। এদিকে বরিশালের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়েছে পু’লিশ। তল্লা’শি চালানো হচ্ছে যানবাহনে। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন আগে এসব দৃশ্য চোখে পড়েছে।

vশুক্রবার সকালেই বরিশাল লঞ্চঘাটসংলগ্ন খেয়াঘাট, চরমোনাই, চাঁদমা’রী খেয়াঘাটসহ সব খেয়াঘাট থেকেই নৌকা ও ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। তবে সংশ্লিষ্ট কেউ ট্রলার চলাচল বন্ধের কারণ জানাতে পারেনি।

চাঁদমা’রী ট্রলারঘাট এলাকার বাসিন্দা শাওন বলেন, কাল রাত থেকে কম করে হলেও ১০০ ট্রলারে বিএনপি নেতাকর্মীরা বরিশালে এসেছেন। লঞ্চও ভিড়েছে এখানে।

এদিকে বরিশাল নগরীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লা’শি চালাচ্ছে পু’লিশ।বরিশাল মেট্রোপলিটন পু’লিশের উপকমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, আম’রা আমাদের নিয়মিত কাজ করছি।

এর আগে বিএনপির সমাবেশ ঘিরে বরিশালে সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। অঘোষিত ধ’র্মঘট করছে সড়ক ও নৌযান মালিকদের সংগঠন।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *