সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক মোতালিব মিয়ার বাড়িতে তরুণীর অবস্থান করায় দুপক্ষের সংঘর্ষে তরুণীর বাবা জাহাঙ্গীর মিয়া নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর মিয়া ওই গ্রামের মৃত মজর উদ্দিনের ছেলে।
রবিবার উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপেজেরার নারকিলা গ্রামে মোতালিবের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল জাহাঙ্গীর মিয়ার মেয়ের। কিন্তু মোতালিবের পরিবার তাকে অন্যত্র বিয়ে দিতে আগামী ৩ নভেম্বর বিয়ের দিন ধার্য করে। এই বিষয়টি জানার পর রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিয়ের দাবিতে মোতালিব মিয়ার বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী। এ ঘটনার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে রাত ১২টার দিকে দুই পক্ষের সংঘর্ষে ওই তরুণীর বাবা জাহাঙ্গীর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নারকিলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে ও মোতালিব মিয়ার ছেলে মোতাবিবের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের।
রবিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে নারকিলা গ্রামে একজন নিহত হয়েছেন। মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।