Breaking News

অমিত সম্ভাবনার একটি শিশু ছিল শেখ রাসেল: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, শেখ রাসেল ছিল অমিত সম্ভাবনার একটি শিশু। আমাদের উচিত আমাদের ছেলেদেরও শেখ রাসেলের মতো গড়ে তোলার চেষ্টা করা। বঙ্গবন্ধুর আদর্শকে ছোটবেলা থেকেই চর্চা করানো।

মঙ্গলবার সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শেখ রাসেলকে জানতে উপদেশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, শেখ রাসেলকে জানা আমাদের সবার প্রয়োজন। শেখ রাসেলকে নিয়ে শতাধিক বই আছে। আমাদের উচিত বইগুলো নিজে পড়া এবং ছোট বাচ্চাদের পড়তে আগ্রহী করা।

শেখ রাসেলের সৃতিতে আবেগাপ্লুত হয়ে তিনি আরো বলেন, জেলখানায় যখন শেখ রাসেল তার বাবার সঙ্গে দেখা করতে যেত সে আর আসতে চেত না।

শেখ রাসেল জানতো জেলখানাটা তার বাবার বাড়ি। যারা শেখ রাসেলের মতো একটি শিশুকে হত্যা করতে পেরেছে তারা আমার আপনার শিশুকেও হত্যা করতে পারে, পারে বাঙালি জাতিকে হত্যা করতে। শেখ রাসেল হত্যার পেছনে যারা ছিল আমরা তাদের পূর্ণ বিচার চাই। পাশাপাশি আমরা বঙ্গবন্ধু হত্যারও পূর্ণ বিচারের দাবি জানাই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোসা. লিসাইয়া মেহ্জবীন।

সভায় বিশেষ অতিথি ছিলেনবিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *