জয়পুরহাটে করোনায় আক্রান্ত সন্দেহে এক ব্যক্তির মরদেহ নিয়ে তার মাকে সড়কের পাশে ফেলে যাওয়া সেই মিজানের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। রোববার (৩১ মে) রাতে ঢাকার একটি ল্যাব থেকে আসা রিপোর্টে তার করোনা নেগেটিভ দেখা গেছে।
সোমবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন (সিএস) মো. সেলিম মিয়া।
এর আগে নওগাঁর বাসিন্দা মিজানুর রহমান কোমরে ব্যথার চিকিৎসা করাতে ঢাকায় যান। চিকিৎসা শেষে তার মাকে নিয়ে ঢাকার বিশমাইল থেকে ২ হাজার টাকা চুক্তিতে ১১ মে রাতে তিনি আহাদ পরিবহনের একটি বাসে করে জয়পুরহাটে রওনা দেন। পথিমধ্যে মিজানুর রহমান মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতের অন্ধকারেই জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী বাজারে মাসহ ছেলের মরদেহটি ফেলে দিয়ে চলে যায় আহাদ পরিবহনের চালক-হেলপার।
এরপরই স্থানীয়রা জানতে পেরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে খবর দেয়। পরে নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর ধামইরহাটে পাঠিয়ে দেয় উপজেলা প্রশাসন। এরপর ১২ মে সেই বাসটি পাঁচবিবি উপজেলার বাগজানা থেকে জব্দ করে পুলিশ।