Breaking News

করোনায় ছেলের মৃত্যুর একদিন পর বাবার মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর এক দিন পর বাবাও মারা গেছেন। তবে তিনি ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃতরা হলেন- উপজেলার শুভাঢ্যার যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মৃধা (৪৮) ও তার বাবা হাজী বজলুর রহমান মৃধা (৭৫)।

সিরাজুল ইসলাম শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এক দিন পার রবিবার রাত ৮টার দিকে মৃত্যু হয় বজলুর রহমানের। এভাবে বাবা-ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ বলেন, ‘বজলুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর জানা যাবে।’

কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা বজলুর রহমান দীর্ঘ দিন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা ছিলেন। রবিবার রাতেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।

বাবা-ছেলের মৃত্যুতে বিদুৎ, জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ গভীর শোক জানিছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *