স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন রুটে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। প্রথমদিনেই যাত্রীদের অভিযোগ, ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুণ। মানা হচ্ছে না সরকারি আদেশ।
সোমবার (১ জুন) সকাল থেকে ঢাকাসহ বড় শহর ও জেলাগুলোতে স্থানীয়ভাবে গণপরিবহণ চলাচল শুরু করে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ছাড়াও মানা হচ্ছে একটি আসন ফাঁকা রেখে বসার নিয়ম। কিন্তু এ নিয়ম মানতে গিয়েই বাস মালিকরা বর্ধিত ৬০ শতাংশ নয় বরং দ্বিগুণ ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের।
দীর্ঘ লকডাউনের পর, এ ধরনের দ্বিগুণ ভাড়া নেয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অনেক বাস মালিক। যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে পরিবহন সংশ্লিষ্টরা। জীবাণুনাশক ছিটিয়ে বাসে তোলা হচ্ছে যাত্রীদের।
স্বাস্থ্যবিধি মোতাবেক এক সিট খালি রেখেই বসেন যাত্রীরা। তবে ঢাকার বাইরে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে।