ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে তার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে ইউপি চেয়ারম্যান মুসাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবেনা এ বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ।
নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।