Breaking News

সরকার চায় না পুরোপুরিভাবে করোনা শনাক্ত হোক : আসিফ নজরুল

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীদের পুরোপুরিভাবে সরকার শনাক্ত করতে চায় না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়ে এ অভিযোগ তোলেন এই অধ্যাপক। আসিফ নজরুলের স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো :

জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্তকরন কিট প্রস্তুত করে বসে আছেন। কিন্তু নানাভাবে অনুমোদন আটকে রাখা হয়েছে অনেকদিন ধরে। সরকার চায় না করোনা শনাক্ত হোক পুরোপুরিভাবে। এটা ছাড়া আর কি ভাবতে পারি আমরা বিষয়টা নিয়ে?

এমন ‘জনদরদী’ সরকার আর কোথায় আছে, এ বিশ্বে?

Dr. Asif Nazrul app-facebook 55 minutes ago জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্তকরন কিট প্রস্তুত করে বসে আছেন। কিন্তু নানাভাবে অনুমোদন আটকে রাখা হয়েছে অনেকদিন ধরে। সরকার চায় না করোনা শনাক্ত হোক পুরোপুরিভাবে। এটা ছাড়া আর কি ভাবতে পারি আমরা বিষয়টা নিয়ে? এমন ‘জনদরদী’ সরকার আর কোথায় আছে এ বিশ্বে?

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *