প্রতি ঈদেই একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন বেসরকারিটেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবার তিনি আসছেন একটি রান্নার অনুষ্ঠান নিয়ে।
জানা গেছে, এটিএন বাংলার রান্নাবিষয়ক আয়োজন ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা তারকাদেরকে আমন্ত্রণ জানানো হয়। এবারের অনুষ্ঠানে বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান।
বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। তবে পুরো গান না, কেবল গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি।
জানা গেছে, শনিবার রান্নার অনুষ্ঠানটি এটিএন বাংলায় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে।
বাচাও🤣
বিশ্বকাপ এই আনন্দে বলবে আর চার বছর পর পর না চারশো বছর পর পর আমরা পৃথিবীতে খেলার অনুষ্ঠান পরিচালনা করতে আসবো 😀
বলেন কি ভাই,,,সে দিন সারাদিন না খেয়ে থেকে গান শুনবো,,,
উনি হ্যেরিকেন দেখাইয়া কি বুঝাতে চাচ্ছেন।
কোন গানটা? দাইমা গো ও দাইমা, এই গানটা।আমারে সবাই জানাবেন কবে গায়। তিন দিন না খেয়ে হলে ও গান শুনবো।
কে শুনবো
দিলো পোক টা মে রে
দেশের সকল প্রকার পাখি দেশত্যাগ করবে সেদিন!!
হাতে হারিকেন আর বাঁশ টা যেন কোথায় থাকে?
হিরো আলম থাকলে আরও ভালো হবে।
বেটা মাহফুজের অবস্তা এই রকম হবে. এই ছবিটাতে প্রমান করে দেয়. হাতে হারিকেন পাচায় বাঁশ. কারন সাগর রুমি হত্যা কারির আসামীর মধ্য সে একজন. তার লাজ লজ্জা বলতে কিছুই নেই. আমার মনে হয় বেটার লেখা পড়া নেই. যদি তাইবা না হবে ? রিকডিং করে গান গুলো শুনে নিলে তো হয়. গানের জগতের বারোটা বাজিয়ে তেরোর মধ্য ফেলছে.
অনেক দুঃখ জনক বিষয়
পুরান পাগলের ভাত জোটে না আবার নতুন পাগলের আবির্ভাব ঘটে
আমি রেডি তার গান শুনার জন্য
এবার বিশ্বকাপের ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Salarye pabna nea ga
Psgol hobo
কাক্কু, এইডাই বাকী আছিন, বিশ্বকাপ তার পূর্ণতা পাইলো
শালার হাতে হারিকেন পাছায় একটা বাঁশ দিয়ে এটিএন বাংলার সামনে দাড় করে দিলে আরো ভালো হবে।
Oh yes! Just what we needed to ruin our World Cup Final viewing.
ফালতু
পাগলের মত
উনার পেট আর পাঞ্জাবীর সাইজ দেখেই মানুষ বিনোদিত! গান শুনানোর আর কি দরকার?!
ভাই এরে একটু দর
@…
Abdullah Al Fuad তোর বেস্ট শিল্পী
জাতিরে এতো বড় শাস্তি না দিলে চলে না,
এটারি বাকি ছিল
ওয়াক! থুঃ!
খাইছে
সেই দিন এমবি নষ্ট করে ফেসবুকেই ডুকবো না আমি
এদের অত্যাচার থেকে জাতি কবে রেহাই পাবে?
আমি মোটেও প্রস্তুত না প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেওয়া দরকার