Breaking News

নুসরাত ফারিয়ার বিয়ে ভেঙে গেছে!

সাত বছর প্রেমের পর প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া। ২০২০ সালের ১ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সারলেও ওই বছরের জুনে খবরটি প্রকাশ্যে আনেন তিনি। কথা ছিলো, একই বছরের ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। প্রায় তিন বছর পার হতে চললেও আজ পর্যন্ত সেটি বাস্তবে রূপ পায়নি।

বিভিন্ন সময় বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে কৌশলে এড়িয়ে যেতেন নুসরাত ফারিয়া। তবে গুঞ্জন ছিলো, ফারিয়ার এই বিয়েটি ভেঙে গেছে। অবশেষে সেটিই সত্যি হলো। ফারিয়া নিজেই জানালেন, যার সঙ্গে বাগদান হয়েছে, তার সঙ্গে বিয়ে হচ্ছে না। সেই বিয়ে ভেঙে গেছে।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেন, আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার যোগাযোগ আছে। সারাজীবনই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আর বিয়ে না করার সিদ্ধান্তটি আমাদের দুজনের বোঝাপড়াতেই হয়েছে।
নায়িকার ভাষ্য, ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা- এসব দরকার নাই তো।

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

2 comments

  1. কেমনে?

  2. আফসোস,ছাম্বাদিক হালায় একটা মুরগীর ঠ্যাং, থুক্কু রোস্ট থেকে বঞ্চিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *