Breaking News

স্ত্রী-সন্তান ফেলে অনৈ’তিক সম্পর্কে জড়ানোর কথা ভাবতেও পারি না : রাজ

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীর অভিযোগকে মিথ্যা দাবি করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। সংসার-স্ত্রী-সন্তানের প্রতি সব সময়ই সিনসিয়ার থাকি। এরপরও কেন সে (পরী) আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনল জানি না। আমি রীতিমতো শকড। আমি সবসময় সবক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি। স্ত্রী-সন্তান ফেলে অনৈ’তিক সম্পর্কে জড়ানোর কথা ভাবতেও পারি না।

ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিলো তাদের। তবে হঠাৎ পরীর এক স্ট্যাটাসে আলোচনায় উঠে এসেছে তাদের দাম্পত্য। সঙ্গে নাম জড়িয়েছে বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল নায়িকা বিদ্যা সিনহা মিমের। গত বুধবার (৯ নভেম্বর) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মিমকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একই পোস্টে রাজকে উদ্দেশ্য করে নায়িকা লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’ ‘পরাণ’ খ্যাত এ নায়কের ভাষ্য, পরী কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে, সে তার জবাব দেবে। আমি চাই, সে যা বলেছে তা সবার সামনে যথাযথভাবে ক্লিয়ার করবে। আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান করি।

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *