‘সারেগামাপা’র মঞ্চ থেকে খ্যাতি লাভ করা গায়ক মইনুল আহসান নোবেল প্রায়ই বিতর্কিত মন্তব্য করে থাকেন সোশ্যালে। যে কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়। সেই ম্যাচ নিয়েই ভারতকে কুৎসিত ভাষায় কটাক্ষ করলেন নোবেল।
২০১৯ সালে ভারতের জি বাংলার ‘সারেগামাপা’র মঞ্চ থেকে দুই বাংলায় বেশ পরিচিতি লাভ করেন নোবেল। ভারতের প্রতিষ্ঠান কিংবা সেই দেশ থেকে খ্যাতি পেলেও এবার তাদের নিয়েই কুরুচিকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের কাছে ৫ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। এই হার মেনে নিতে না পেরে সোশ্যালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ব্যঙ্গ করেন তিনি। গত ৫ নভেম্বর ফেসবুক ভেরিভাইড পেজে লেখেন, ‘আইসিসি – ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।’ তারপরই শুরু হয় নানা অশালীন ভাষার প্রয়োগ!
ভারতীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্যে সোশ্যালে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে কেউ কেউ প্রতিবাদও করেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা নিয়ে ব্যঙ্গ করায়।
নোবেলের পোস্টে নেটিজেনরা যখন ক্রমশ মন্তব্য ও প্রতিবাদ করে আসছে, ঠিক সেই সময়ই অশালীন ভাষায় নিজের পোস্টে পাল্টা মন্তব্য করেন নোবেল। যা সচেনতন ও শালীন মহলে কী-বোর্ডে লেখার অযোগ্য।