Breaking News

শাকিব আমাকে জড়িয়ে ধরে কোলে নিয়েছিলো, কই আমার তো পেটে বাচ্চা হয় নাই (ভিডিও )

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সাথে শবনম বু’বলীর বি’য়ে ও স’ন্তানের খবর প্রকাশ্যে আসার পর শাকিবের তীব্র স’মালোচনায় মুখর ভক্ত ও নে’টিজেনরা। এরপর তাকে নিয়ে নানাজন করছেন ভিন্ন ভিন্ন ম’ন্তব্য। শুধু নে’টিজেনরা তাকে নিয়ে ম’ন্তব্য করেননি, মন্তব্য করেছেন তার সহকর্মীরাও। শাকিব খানকে নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী ইলোরা গওহর।

তিনি জানান, শাকিবকে ডু’বানোর চে’ষ্টা করছেন বু’বলী। শাকিব আমাকে জ’রাই ধরে কো’লে নিয়েছিলো, কই আমার তো পে’টে বা’চ্চা হয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নায়িকা ইলোরাকে এ ধরণে মন্তব্য করতে দেখা যায়। এসময় ইলোরা আরও জানান, ‘জায়েদ খানের জন্য অনেকে র’ক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়।

তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বু’বলীর বা’চ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নাই? শাকিবকে ডু’বানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দো’ষ নেই।’ তিনি মনে করেন, যে কেউ শাকিবের সঙ্গে শুতে পারে। এটা কলকাতায় হরহামেশাই হয়।

তাই শাকিববে কোনো দো’ষ দেখছেন না এই অভিনেত্রী। বু’বলীর দেওয়া তথ্য মতে, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব ও বু’বলী গোপনে বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন শাকিব-বু’বলী। তাদের স’ন্তানের নাম শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর স’ন্তানের ছবি ও নাম প্রকাশ করেন। এর কিছু দিন পর জানান বিয়ে ও সন্তান হওয়ার তারিখ। ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *