Breaking News
একফ্রেমে ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াস

নাসির ও ইলিয়াস বন্ধু নয় সতীন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির ও সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। দুজনই তারকা বটে। তবে তা দুই অঙ্গনের। আর এই দুই তারকাকে কম-বেশি প্রায় সবাই চিনেন। সোশ্যালে তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীও কম নয়। কিন্তু তারা দুজনই মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবহার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচিত। ক্রিকেট ও সংগীতের আলোচিত এই দুই তারকাকে এবার একসঙ্গে দেখা গেল।

গত মঙ্গলবার ১ নভেম্বর ফেসবুক হ্যান্ডেলে ভেরিফাইড পেজে দুজনের ফ্রেমবন্দির ছবি পোস্ট করেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। এই গায়ক নাসিরের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘পুরনো বন্ধু। একটি আইটি সেন্টারে সাক্ষাৎ হয়েছে তাদের। যা পোস্টে উল্লেখ করা। এতে স্পষ্ট, নাসির-ইলিয়াসের মধ্যে দীর্ঘদিনের পুরনো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ছবিতে তা প্রকাশের পরই রিঅ্যাকশন পড়তে থাকে শুভাকাঙ্ক্ষীদের।’

এদিকে ইলিয়াসের এই ফেসবুক পোস্ট নিয়ে এক ফ্রেমে ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াস শিরোনামে সংবাদ প্রকাশ হলে দৃষ্টি পড়ে উল্লেখিত তারকাদের এবং তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। এছাড়া সোশ্যালেও শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। আর সেই সংবাদে দৃষ্টি পড়ার পরই ‘নাসির-ইলিয়াস’-এর নাম উল্লেখ না করে তাদের একহাত নিলেন শাহ হুমায়রা সুবহা।

গতকাল বুধবার ২ নভেম্বর ফেসবুক হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস দেন সুবহা। সেখানে তিনি লেখেন, “ফান পোস্ট: কথায় তো আছেই চোরে চোরে মাসতুতো ভাই। দিন শেষে মানুষ কতটা নির্লজ্জ হতে পারে আবারও মানুষের কাছে প্রমাণ দিয়ে দিল তারা ২০৩/ দুই পুরুষ সতিন। একজন মফিস আরেকজন চরের চড়ুয়া মানুষ।”

তিনি আরও লিখেছেন, “যে থুথু ফেলেছি বিষ মনে করে, সেটাকে নিয়ে ভেবে রুচি নষ্ট করার মতো সময় নাই। আমার নাম জড়িয়ে নিউজ হচ্ছে, তাই কিছু মানুষের জন্য এই পোস্টটা লিখলাম। আর যারা প্রেম আর বিয়েকে খেলাভাবে এবং মেয়ে মানুষকে খেলার পুতুলভাবে- এসব নির্লজ্জদের দিয়েই এইসব বত্রিশ পাটি দাঁত বের করে ২০৩ হয়ে ছবি তোলাই সম্ভব।”

তিনি লিখেছেন, “এই দুর্ধর্ষ এবং স্মরণীয় ছবির জন্য আমি ২০৩-কে একদিন বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবো। সবাই দোয়া করবেন আমার জন্য।” এদিকে সুবহার এই ফেসবুক পোস্টে নেটিজেনরা মন্তব্য করতে ভুলেননি। সেখানে অধিকাংশ মন্তব্যে অভিনেত্রীর ‘দুই পুরুষ সতিন’ অর্থে ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াসের নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব মন্তব্যে কোনো সাড়া দেননি অভিনেত্রী।

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *