Breaking News

চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন : সুবাহ

চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন এবং শাকিবের সঙ্গে অভিনয় করে ওইসকল নায়িকারা প্রতিষ্ঠিত হচ্ছেন বলে মন্তব্য করেন অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত এই মুখ।

সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্র ভুবনে শাকিব খান-বুবলী ইস্যুতে সরগরম হয়ে ওঠেছে। এ প্রসঙ্গে কথা বলেন সুবাহ। তিনি বলেন, ‘আমি মনে করি এটা একটা ব্যক্তিগত ব্যাপার। এটা বেডরুমেই সীমাবদ্ধ থাকার কথা। তবে আমি এটাও মনে করি এক হাতে কখনোই তালি বাজে না।’

শাকিব খানকে দেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেন, ‘আমি মনে করি শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তার কাছে যারা যাচ্ছে তারা জেনে বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না যে শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার বানিয়ে জীবনযাপন করছে।’

শাকিবকে সম্মিলিতভাবে আক্রমণ করার ঘোর বিরোধী এই নবাগতা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার।’

সুবহা আরও বলেন, ‘আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো-তাদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছে। তারা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আবার দর্শক শাকিবকে ভিক্টিম বানাচ্ছে, আমি মনে করি দোষ থাকলে দুজনারই আছে। এটা তাদের ব্যাক্তিগত ব্যাপার। এটা তাদেরই শেষ করা দরকার।’

আগামী ২১ তারিখ ‘বসন্ত বিকেল’ নামে সুবাহ অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে বেশ জোরালো প্রচারণা চালাচ্ছেন তিনি। সুবহার অভিষেক চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’ পরিচালনা করেছেন রফিক সিকদার। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শিপন মিত্র।

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *