Breaking News

ঝাই ঝামেলা থেকে মুক্তি পেতে শাকিবকে সুন্নতি পন্থা দেখালেন মিশা

বর্তমান সময়ে দেশের আলোচিত নাম সুপারস্টার শাকিব খান। পর্দায় নায়িকাদের সাথে প্রেমের রসায়নের সাথে সাথে বাস্তবেও নিজের নাম জড়িয়েছেন এই সুপারস্টার। বিয়ে-সংসার সবকিছু সিনেমার মতোই রহস্যের চাদরে মোড়ানো অথচ ঘোষণা দিয়ে সন্তানের স্বীকৃতি!
এদিকে রহস্যেঘেরা বাস্তব জীবনের শাকিবীয় সিনেমায় প্রথমেই আসে অপু বিশ্বাসের নাম, পরবর্তীতে বুবলী। গত কয়েকদিন ধরে শাকিব খান-বুবলীর গোপন বিয়ে ও সন্তান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে একের পর এক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।

এবার শাকিব-বুবলীর গোপন বিয়ে ও সন্তান নিয়ে কথা বলেছেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, এটি শাকিব-বুবলীর ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমার কথা বলা সমীচিন নয়। তারা আমার সহকর্মী। অনেক ছবিতে একসাথে কাজ করেছি। তাই তারা যেহেতু সমাধানের পথ বেছে নিয়েছেন, সেহেতু এটা নিয়ে আমরা কোনো কথা না বলি।’

তিনি আরও বলেন, ‘তাছাড়া মুসলিম হিসেবে তো চারটা বিয়ে করা যায়, যদি মেইনটেইন করতে পারেন। শাকিব দুইটা কেন, চারটা বিয়ে করে সুন্নতিভাবে রাখতে পারেন, সবার হক আদায় করতে পারেন তাহলে ক্ষতি কী! চারটা বিয়ে তো জায়েজ আছে। আপাতত দুইটা বিয়ে করলেন, চারটা তো করেননি।’

Check Also

এবার তিশার প্রতি মুগ্ধ নায়ক শাকিব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রীর তিশায় মুগ্ধ নায়ক শাকিব খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *