সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ চলচ্চিত্রটি নিয়ে সাধারণ মানুষ থেকে সংসদ সদস্য কারোরই আগ্রহের কমতি নেই। সেই ধারাবাহিকতায় এবার সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখেছেন সংসদের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারাহানা।
‘হাওয়া’ দেখে মুগ্ধ বিএনপির এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘হাওয়া দেখতে গিয়ে প্রতি মুহূর্ত মনে হয়েছে এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি, বিশেষ করে চঞ্চল চৌধুরী। মেকিংও দারুণ। তবে কাহিনির শেষটা মনে পড়িয়ে দিয়েছে ছোটবেলায় দেখা হীরামনের কথা’।
মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।