অভিনয়ে সুযোগ দেয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা। এমন অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া অনন্যার অভিযোগ, অভিনয়ে সুযোগের নামে ফেসবুকে তাকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন অমিতাভ রেজা।
ঢাবি শিক্ষার্থীর আরও দাবি করেন, এর আগেও অমিতাভ রেজার আইডি থেকে মেয়েদের দেয়া হয়েছে কুপ্রস্তাব। এরই মধ্যে দু’পক্ষই নিয়েছেন আইনি পদক্ষেপ।
যদিও এটি ফেক আইডি বলে দাবি করেন… আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা। আশা খুব শিগগিরই এই বিতর্কের অবসান হবে… সাথে মিলবে সব প্রশ্নের উত্তর।