রুপালী পর্দার রুবেলকে চিনতে পারলো না বনবিভাগের কর্মকর্তারা। মাথায় চুল না থাকায় এ বিপত্তিঘটেছিলো বলে তাদের ভাষ্য। তবে শেষমেষ এক পর্যটকের ’রুবেল রুবেল’ চিৎকারে ঘোর কাটে বনবিভাগের।পরে সেই ছবি ফেসবুকে আপ করে সকলকে জানান সুন্দরবনের পর্যটন কেন্দ্র করমজলের কর্তা(ওসি) হাওলাদার আজাদ কবির।জানতে চাইলে করমজলের কর্তা(ওসি) হাওলাদার আজাদ কবির এ প্রতিবেদককে বলেন,
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১২টার দিকে সাম্পান নৌকায় ২জন নারীসহ ১২ জনের একটি দলের সাথে রুবেল করমজলে আসেন। মাথায় চুল না থাকায় আমি তাকে প্রথমে চিনতে পারি নি। পরে এক পর্যটক ’রুবেল রুবেল’ করে চিৎকার করার পর আমি চমকে যাই। কাছে যেয়ে পুরো নাম জানতে চাই তার কাছে। তখন তিনি (রুবেল) নিশ্চিত করেন যে তিনি রুপালী পর্দার অ্যাকশন হিরো রুবেল।
এক প্রশ্নের জবাবে আজাদ কবির জানান, তিনিসহ করমজলে ৮জন বন প্রহরী রয়েছেন। গহীন বনে থাকায় তাদের তেমন টিভি দেখা হয় না। এছাড়া তাদের একজন বাদে বাকী ৭জনের বয়স ৫০এর উপরে । তারা যখন টিভি দেখেছেন তখন রুবেলের মাথায় চুল ছিল। তাই হঠাৎ চুল ছাড়া দেখে চিনতে পারেন নি তারা।
চুল ছাড়া রুবেল যেন বদলে গেছে মন্তব্য আজাদ কবিরের।
প্রায় ১ঘন্টা করমজলে অবস্থান করার পর রুবেল তার দল নিয়ে ফিরে যান বলেও জানান করমজলের ওসি।