Breaking News

ভিজিডির চাল বিতরণে অনিয়ম: নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে শোকজ

ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে তার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে ইউপি চেয়ারম্যান মুসাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবেনা এ বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *