Breaking News
rbt

মা’কে বাঁচাতে দুটি অবুঝ শিশুর আবেগঘন আকুতি!

ফয়সাল শামীমঃ ষ্টাফ রিপোর্টার: আমাদের মা’কে আপনারা বাঁচান। আমাদের মা সারাদিন খালি কাঁদে। আমাদের সাথে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে পেটের তিব্র যন্ত্রনায় ছটফট করে আর ডুকরে ডুকরে কাঁদে! আর মায়ের এসব কষ্ট দেখে মায়ের সাথে অঝরে কাঁদে অবুঝ দুই শিশু মেরাজ ও সিয়াম। এখন একমাত্র কান্নাই যেনো মা ও মাছুম বাচ্চাদুটোর একমাত্র সম্বল। মাহিনুরের আর এক ছেলে মাইদুল সেও তার মাকে নিয়ে কঠিন হতাশায় ভুগছেন।বলছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনের ভিটা গ্রামের অসুস্থ মাহিনুর বেগমের কথা। মাহিনুর বেগম জটিল রোগে আক্রান্ত তাকে ল্যাপরাটমী করে অপারেশন করতে হবে।কুড়িগ্রামের ডাক্তাররা এ জটিল অপারেশন করার সাহস পাচ্ছেন না।

তারা রংপুরে গিয়ে অপারেশনটি করার পরামর্শ দিয়েছেন। রোগটি স্পর্শকাতর ও বিপদজনক জায়গায় হওয়ায় ডাক্তার আজ থেকে ১ বছর আগে অপারেশন করতে বলে। ডাক্তার আরও আশংকা প্রকাশ করে বলেন অপারেশন না করতে পারলে রোগটা মরণব্যাধী ক্যান্সারে পরিণত হয়ে যেতে পারে। এবং অপারেশনের জন্য প্রায় ৭৫ হাজার টাকা লাগবে বলে জানায়।কিন্তু যেখানে দরিদ্র মাহিনুর বেগমের স্বামী দু’বেলা দু-মুঠো ভাত জোগাড় করতেই হিমসিম খায় সেখানে ৭৫ হাজার টাকা যোগাড় করা প্রায় স্বপ্নের মতোই ব্যাপার। তাই অসহায়ত্বকে পুঁজি করে আল্লাহপাকের উপর সব ছেড়ে দিয়ে নিরবে নিভৃতে কাঁদা ছাড়া আর কি ই বা করতে পারে মাহিনুর বেগমের পরিবার ? ল্যাপরাটমী অপারেশন না করায় ও নিয়মিত ঔষুধ খেতে না পারায় পেটের তিব্র ব্যাথায় পাগলের মতো বিছানায় ছটফট করে কাটায় মাহিনুর বেগম।

পেটের ব্যাথা উঠলে তার চিৎকার ও কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার আকাশ বাতাস।মাহিনুর বেগমের দুই শিশু মেরাজ ও সিয়াম সাথে এ প্রতিবেদকের কথা হলে তারা অঝরে কাঁদতে কাঁদতে বলেন, আমাদের মা’কে আপনারা বাঁচান। আমাদের মা সারাদিন মন খারাপ করি থাকে, খালি কাঁদে, ব্যাথায় চিৎকার করে, আমাদের সাথে ঠিকমতো কথা বলে না কিছু খেতে পারে না। আপনারা আমাদের মাকে বাঁচান। আমাদের মা মরে গেলে আমরা কিভাবে বাঁচবো?মাহিনুর বেগম চোখের পানি মুছতে মুছতে খুব কষ্ট করে এ প্রতিবেদককে বলেন, বাঁচার আশা একপ্রকার ছাড়ি দিচং! পেটটাতে সারাদিন অসহ্য যন্ত্রনা করে এছাড়া জরায়ুমুখে প্রচন্ড কামড়া কামড়ি করে। এখন কয়েকদিন থাকি আরও বেশি হইছে।

আর সহ্য করবের পাংনা। এতো কষ্টের চেয়ে মোর মরণ ভালো!! তিনি আরও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন মুই মরলে মোর অবুঝ ছওয়া(বাচ্চা) দুই টার কি হবে ?? ছওয়া (বাচ্চা) দুইটার জন্য বাঁচপার চাং। বাচ্চাদুইটাকে জড়িয়ে ধরে অঝোড়ে কাঁদতে কাঁদতে বলেন ”মুই মরলে মোর ছোট বাচ্চা দুইটা যে এতিম হবে !প্রতিবেদকের দু’টি কথাঃ আমি অসুস্থ মাহিনুর ও তার বাচ্চাদের করুন আকুতি শুনে অপারেশন করানোর চেষ্টা করছি। ২ নভেম্বর/২০২০ সোমবার মাহিনুর বেগমকে অপারেশনের জন্য রংপুরে নিয়ে এসেছি। কিন্তু অপারেশনে তো প্রায় ৭৫ হাজার টাকা লাগবে। এ ক্ষেত্রে আমি দেশ বিদেশের সকল হৃদয়বার ও বিত্তবান মানুষের কাছে বিনীত অনুরোধ করছি, মাসুম বাচ্চাদুটোর মাকে বাঁচাতে আসুন যে যার অবস্থান থেকে সামর্থমত এগিয়ে আসি। জয় হোক মানবতার, শিশুদুটো ফিরে পাক তাদের সুস্থ মাকে- মানুষ মানুষের জন্য-

Check Also

সরকারের দেওয়া আশ্রায়ণের ঘর নিয়ে বিপাকে ভিক্ষুকপুত্র

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় সরকারের আশ্রায়ণ প্রকল্পের (খ শ্রেণি) ঘর পেয়েও সেখানে বসবাস করতে পারছেন না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *