জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম
এদিকে জামায়াত আমিরের আটকের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।
কী অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ব্যাপারে একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।
শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। এরপর ২০২৩-২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়ন।
গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।
Hefajoter malik Allah.
হে আল্লাহ এই ভালো মানুষটাকে তুমি শত্রু শত্রুতা থেকে হেফাজত করো
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই মাফিয়া তথা ফ্যাসিবাদী সরকারের প্রত।
আললা তোমার মুমিন কে হেপাজত করো।
বাপ তন্রের দেশে এটাই হবে,,,,,
উপরে একজন আছেন,এই জালিম সরকারের উপর যখন গজব নাজিল করবেন পালানোর পথ পাবে না।
Slowly hasina government, with help from India, will uproot true Islamic party like jamath, unless immediate steps are take by true god fearing people of Bangladesh. Jamath is the only Islamic party who could save Bangladesh from Indian grasp. This is precisely the reason jamath had been persecuted by both India and fascist Bangladesh government.